রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের শ্রীপুরে প্রশাসনের সকল বিভাগের কাজের গতিশীলতা বৃদ্ধিতে কর্মকর্তা,কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে,সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজার উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল শ্রীপুর পৌর মেয়র অনিসুর রহমান,সহকারী পোষ্ট মাষ্টার জেনারেল ড: সেলিম শেখ,মহিলা উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম সপ্না, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি প্রশাসনে গতিশীলতা আনতে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সুফল জনগনের মধ্যে শতভাগ নিশ্চিত করার উপর জোর দেন।