“আলোর মিছিল”
—–>এহসানুর রহমান আক্তাবুর
জাগো হে নেশাগ্রস্ত! আর নয় ধংস ধংস খেলা,
আপনাকে ভালোবেসে ভাসাও জীবন ভেলা।
নেশার ঘোরে বিভোর থেকোনা আর,
অচেতন ঘুমে দেহতরী করোনা অঙ্গার!
নিকট সুদূরে ঐ দেখো আলোর মিছিল,
অমানিশার কালো ঝেড়ে করো তা হাসিল।
দুঃখ, কষ্ট, গ্লানি- সেতো জীবনের ই অংশ,
তবে কেনো নেশায় মজে ডেকে আনো ধ্বংস?
কেনো মিছে কষ্ট পোষে নেশায় খোঁজ সুখ? মদ,
গাঁজা, ইয়াবার স্তুপে বিলিয়ে দাও বুক!
তোমার বুকে লুকিয়ে আছে সুপ্ত একটি আশা,
সেই আশাকে জাগিয়ে তোল দিয়ে ভালোবাসা।
তুমি সৃষ্টির সেরা জীব জয় তোমার লক্ষ্য,
কেনো ভাবো তোমার ভুবন রুদ্ধদ্বার কক্ষ?
আকাশটা অনেক বড়, মন উন্মুক্ত বিহঙ্গ;
বন্ধি করে কেনো খোঁড় মনে ব্যথার সুড়ঙ্গ?
খুলে রুদ্ধ মনের দ্বার প্রকাশ করো ব্যথাভার,
বুক ভরে নিঃশ্বাস নাও বিশুদ্ধ বায়ুতে আবার।
শিকলটাকে ভেঙে দাও যা মাদকতায় জীর্ণ,
জীবন হবে ভালোবাসার সুখ ছোঁয়ায় আকীর্ণ।
মাদককে না বলি সবে মিলে একসাথে,
পোক্ত মনে পণ করি আর যাবনা বিপথে।
নেশার ভুবন ছাড়ি চলো যাই উদয়াচলে,
সুস্থ্য জীবন গড়ি যোগ দেই আলোর মিছিলে!
রচনাঃ ১৮ ডিসেম্বর, ২০১৬।