খুব শীঘ্রই বাংলা ছবিতে পাওয়া যাবে সানি লিওনকে। তবে বাংলাদেশে নয়, ভারতীয় বাংলা সিনেমায় পাওয়া যাবে সাবেক এই পর্নো তারকাকে। স্বপন সাহার আগামী ছবিতে একটি আইটেম সিকুয়্যেল-এ দেখা যাবে সানিকে।
জানা গেছে, প্রভু দেবার কোরিওগ্রাফিতে আইটেম ড্যান্সার হিসেবে পাওয়া যাবে সানিকে। এর আগে বলিউডের বহু ছবিতে আইটেম ড্যান্সার হিসেবে তাকে দেখা গেছে। কিন্তু এই প্রথম বাংলা ছবিতে দেখা যাবে তাকে।
সিনেমার জগতে সানি লিওন পা রাখেন ‘জিসম ২’ এর মাধ্যমে। তার আগে একটি টেলিভিশন শো-এর মাধ্যমে ভারতের বিনোদন জগতে আত্মপ্রকাশ ঘটেছিলো সানির। তারপর বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন তিনি।