সিকিম সেক্টরে সেনাবাহিনী মোতায়েন নিয়ে বেইজিংয়ের উপর চাপ বাড়াতে ভারত যদি ‘তিব্বত তাস’ খেলার চেষ্টা করে, তাতে শেষ পর্যন্ত লাভ কিছুই হবে না। উল্টো ভারত নিজেই জ্বলেপুড়ে খাক হয়ে যাবে। চীনের সরকারি সংবাদমাধ্যম সোমবার এ ভাবেই ভারতকে হুমকি দেয়া হয়েছে। লাদাখের একটি হ্রদের তিরে তিব্বতের পতাকা ওড়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। লাদাখের এই হ্রদটিকেই দু-দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বলে মনে করা হয়। চিনের গ্লোবাল টাইমস ট্যাবলয়েডের এক নিবন্ধে বলা হয়, উত্তর ভারতের তিব্বতীয় নির্বাসিত প্রশাসন এই প্রথম সেখানে পতাকা উড়িয়েছে। এর পরেই হুমকির সুরে বলা হয়, নয়াদিল্লি যদি নির্বাসিত তিব্বতীয়দের নিয়ে এ ধরনের রাজনীতি করার চেষ্টা করে, তা হলে ফল ভালো হবে না। ভারত নিজের গায়েই আগুন লাগাবে। কারণ, তিব্বত এবং সীমান্ত চীনের মূল আগ্রহের জায়গা। কোনোরকম উস্কানি বরদাস্ত করা হবে না।