শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নির্ধারণী সহজ ম্যাচটা কঠিন করে জিতলো জিম্বাবুয়ে। অঘোষিত ফাইনালে জয়ের সুবাদে সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা। আর ঘরের মাঠে লজ্জার হারের বৃত্তে ফের বন্দি হল লঙ্কান বাহিনী।
এর আগে সোমবার সকালে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কান ব্যাটিং লাইনআপে শুরুতেই এদিন কাঁপন ধরিয়ে দেন সফরকারী বোলারা। দাস গুনারত্নে ও গুনাতিলাকার ব্যাট থেকে আসে দুটি হাফ সেঞ্চুরি এছাড়া আর কেউই বড় স্কোর তাড়া করতে পারেন নি। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন সিকান্দার রাজা আর ২ উইকেট নেন ক্রেমার।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে জিম্বাবুয়ে। তাদের প্রথম উইকেট পড়ে ৯২ রানে। ১৩৭ রানে দ্বিতীয় উইকেট, অার ১৪৮ রানে তৃতীয় উইকেট। যদিও শেষ দিকে খুব দ্রুত আরও ৪ উইকেট হারায় সফরকারীরা। তবে সিকান্দার রাজার দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। তার ব্যাট থেকে আসে অনবদ্য ২৭ রান।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। আর ৪৩ রান আসে সুলেমান মায়ারের ব্যাট থেকে।