আমার হৃদয়ে তোমার প্রেমের তাজমহল, ———————————-কোহিনূর আক্তার,

Slider সাহিত্য ও সাংস্কৃতি

19873719_1932734746985817_1151509460_n

 

 

 

 

 

 

 

আমার হৃদয়ে তোমার প্রেমের তাজমহল,

———————————-কোহিনূর আক্তার,
( কবিতাটি আমার বিখ্যাত কবিতা )

আমার হৃদয়ে বিন্দু বিন্দু প্রেম ছিটিয়ে
গড়ছো প্রেম মহল ।
তোমার ভালোবাসার দেয়ালে আমি মরুতীর্থ
পাথর রানী অবলিলায় বন্দী হয়ে গেছি ।
তোমার প্রেমের তীব্র চাবুকাঘাতে বর্ষিত তীরের
ন্যায় ছুটছি আমি তোমার একবিন্দু হাসির পিপাসায় ।

আমি উদাস হৃদয়ে বিস্ময় আনন্দ আর হরিষে বিষাদ,
অপরূপ সৌন্দর্যে মেহেদী আঁকানো হাতের রেশমি চুড়ি
শব্দ ভেঙে খানখান হবার হাসি কর্ণে থর কম্পিত ,,,,,,,,,,
ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে আর ,,,,,,,।
ওহে প্রেমের ওঝা করো না আমায় বন্দী ,
তোমার কাঁচের বোতলে ।

ধরো না অষ্ট হৃদয়ে, করো না বিশ্ব মাতানো ওষ্ঠে চুম্বন ।
আমি যে বিলিয়ন হবো , ধ্বংস হবে পাথরে গড়া পৃথিবী,
লু পড়ে যাবে পৃথিবীর সমস্ত শালপাতায়
ঐ মহা আকাশ থেকে বজ্রপাত হবে আমার সাজানো
রাজ্যে , বাতাসের দমকা হাওয়া মুক্ত যৌবনের ন্যায়
হু হু জেগে যাবে,প্রেমের নির্মাণ তাজমহল ।

পায়ে আমার প্রেমের শিকল, রক্তমাখা হৃদয়ে বিক্ষুদ্ধ
প্লাবিত ধারার অন্ধকারে তোমাকে হারানো সংশয় ।
আমি ও যে খুব করে তোমার লিলাকৃত্তে মোহিত হতে
চাই ।
এ কি আমার পাওনা,
নাকি সমস্ত ঘৃণার শাস্তি দন্ড ?
আমি কি পারিনা লাল শাড়ীতে সাজতে ?
আমি কি পারিনা কপাল জুড়ে লাল টিপ পড়তে ?

সহস্র দৃষ্টিতে সেও সংশয় মহা অন্যায়ের
তীর আমার পানে, বড় অযোগ্য আত্মার জাগ্রত মানুষ ।
তাহলে আমার যৌবন সুধা বিখ্যাত সনদে তুলে রাখো
পৃথিবীর অভিশপ্ত কোন যাদুঘরে ,যা প্রশ্নের দায়বদ্ধ
ক্ষুন্ন হৃদয়েরা ।

তার পরেও আমি ধ্বংস হতে চাই তোমার গভীর
স্পর্শে , মাতাল ওষ্ঠের রঙিন লিলায় ।
আমার হৃদয়ে তোমার নির্মাণ প্রেমের তাজমহলে
আমি পরাজিত পাথর রানী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *