স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে নিজেদের লোক বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। ৫ই জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগকে চাকরি দেয়া নিয়ে সম্প্রতি এইচটি ইমামের বক্তব্যে সত্য প্রকাশ পেয়েছে উল্লেখ করে মারুফ কামাল বলেনে, এইচটি ইমাম আমাদের লোক। তিনি সত্য বলেছেন, তার গায়ে হাত দেবেন না। সব জায়গায় আমাদের লোক আছে। এইচ টি ইমাম, লতিফ সিদ্দিকী সত্য কথা বলেছেন। আরও অনেকে এমন সত্য কথা বলবেন। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় সোহেল এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবীব উন নবী খান সোহেল। মারুফ কামাল বলেন, বিএনপির শক্তি শুধু নেতাকার্মীরাই নয়, বিএনপির লোক হচ্ছে সারাদেশের মানুষ। তাই সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও হয়েছে। বড় বড় অনেক নেতা বিএনপি ছেড়ে গেছে। তাতে বিএনপির কিছু হয়নি। এখনো দল ভাঙার ষড়যন্ত্র চলছে। সবখানে আমাদের লোক আছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, এই সরকার দেশকে চরম সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই। নেই কোনো সুশাসন। পূঁজিবাজার, ব্যাংকিংসহ সব কিছু তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাঁচার করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে সরকারের চেহারা উন্মোচিত হয়ে গেছে। ছাত্রলীগকে ব্যবহার করে মোবাইল কোর্ট বসিয়ে কীভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করেছে এইচ টি ইমামের বক্তব্যে সব কিছু ফাঁস হয়ে গেছে। সেই ছাত্রলীগ আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস করেছে। ঢাকাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান তারা দখল করে রেখেছে।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সহসভাপতি মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় নেতা আলী রেজাউর রহমান রিপন, ইয়াসীন আলী, লিটন মাহমুদ, সাহাবুদ্দিন মুন্না, রফিক হাওলাদার, মশিউর রহমান, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।