রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ নাগরিকত্ব দেয়ার আহ্বান জাতিসংঘের

Slider সারাবিশ্ব
177960_1_142285
মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের দেশটির পূর্ণাঙ্গ নাগরিকত্ব দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডি। মায়ানমার সফর শেষে ফিরে আসার একদিন পর শুক্রবার ফিলিপাইনের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান। মায়ানমার সফরকালে রাখাইন রাজ্যের সিতউই এবং মাউনংদোতে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া, মায়ানমারের নেতা অং সান সুচির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। মুসলিম অধ্যুষিত রাজ্যে উন্নয়নমূলক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মায়ানমারের মধ্যে সবচেয়ে দারিদ্রপীড়িত রাজ্য এটি। রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও গণধর্ষণের সঙ্গে দেশটির পুলিশ জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। রোহিঙ্গা মুসলমানদেরকে বহিরাগত হিসেবে দেখে থাকেন দেশটির সংখ্যাগুরু বৌদ্ধরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *