হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর হচ্ছে বন্দরবাজার ফুটওভার ব্রিজ

Slider সিলেট

unnamed

হাফিজুল ইসলাম লস্কর :: সিলেট’র প্রানকেন্দ্র বন্দরবাজারের কোর্ট পয়েন্ট সংলগ্ন ফুট ওভার ব্রিজটি দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ স্কয়ারে স্থানান্তর করার পরিকল্পনা চলছে। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে ।
এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। তবে এ ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সিলেট সিটি কর্পোরেশনের অধীন ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর এই ব্রিজের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে এ ব্যাপারে ভিন্ন কথা বলছেন সুশীল সমাজ। তারা দাবি করছেন পরিকল্পনাহীনভাবে তৈরী করা হয়েছে এই ফুটওভার ব্রিজটি। যার কারনে ব্রিজটি তৈরীর কারনে নগরবাসী এটার তেমন কোন সুফল ভোগ করতে পারেননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ বলেন, এটা অপরিকল্পিত একটা ফুটওভার ব্রিজ। এতো বড় একটা স্ট্রাকচার এখান থেকে সরিয়ে নিয়ে আবার অন্য জায়গায় স্থানান্তর করলে মনে হয় না তেমন একটা কাজ হবে। তাই আমরা এটা সরানোর পক্ষে নই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *