এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের এক গৃহবধূ বুধবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কাদেরের ছেলে মো. সালেনূর (২৫) ও বৈকণ্ঠপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে জহুরুল হককে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী জাকিয়া সুলতানা মিঠু জানান, “গত শনিবার গৃহবধূর স্বামী বাড়ির পাশে একটি বিয়ে বাড়িতে ছিলেন। সে সময় সালেনূর ও জহুরুল গৃহবধূর ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। গৃহবধূ ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।”
ট্রাইব্যুনালের বিচারক মো. আইয়ুব আলী মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে আদালতসূত্রে জানা গেছে।
তবে মূল অভিযুক্ত সালেনূরের পিতা ইউপি সদস্য আব্দুল কাদের এই মামলাকে হয়রানিমূলক বলে দাবি করেছেন।