রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর (২১ নভেম্বর) পৌনে একটার দিকে কারাগারের উদ্যেশে থানা থেকে তাদের প্রিজনভ্যানে তোলা হয়।
কারাগারে পাঠানোর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
এদিকে, হত্যাকাণ্ডের ছয়দিন অতিবাহিত হলেও, এখন পর্যন্ত খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ডে নেওয়া ১১ আসামির কাছ থেকেও কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।
মহানগর কোর্ট পুলিশ পরিদর্শক (সিআই) আবুল হাশেম বাংলানিউজকে জানান, থানা থেকে আসামি পাঠানোর পর চেম্বার আদালতে সি ডাব্লিউ (কাস্টরি ওয়ার্ডার) নিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) রিমান্ডের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক শারমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন থাকলেও তা পেছানো হয়।
রাবি শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আটক ৩৪ জনের মধ্যে গত সোমবার বিকেলে রাজশাহীর ইসলামীয়া কলেজ অধ্যক্ষসহ ১১ জনকে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে চালান দেয় পুলিশ। একই সঙ্গে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
তারা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামায়াত নিয়ন্ত্রিত বিনোদপুর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, ওই কলেজের শিক্ষক ফজলুল হক, চৌদ্দপাই এলাকার পল্লী চিকিৎসক মোশারফ হোসেন, আবদুল্লা আল মাহামুদ, মশিউর রহমান, হাসিবুর রহমান, জিন্নাত আলী, সাইফুদ্দিন, রেজাউল করিম, সাগর ও আরিফ।