হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি:: ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউ/পি শাখার পক্ষ থেকে ৫নং ফতেপুর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা থেকে আল- হাইয়াতুল উলইয়া লিল জামেয়াতিল কওমিয়া বাংলাদেশ বোর্ডের অধিনে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় অংশ গ্রহনকারীদের সম্মাননা ও এস.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ৩ জুলাই সোমবার হরিপুর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয় ৷
শাখা সভাপতি মাওঃ মুশতাক আহমদের সভাপতিত্বে এবং মাওঃশামীম আহমেদ ও আলীমুদ্দীনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাও: আতাউর রহমান ৷
প্রধান অতিথি তার বক্তব্যে দাওরায়ে হাদিস পরীক্ষার্থী মাওলানাদের উদ্যেশ্য করে বলেন, আলেমদেরকে শুধু ব্যক্তিগত কাজ নিয়ে সময় পার করলে চলবেনা বরং ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে কাজ করে যেতে হবে এবং এস,এস,সি উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন: আপনারা বিভিন্ন কলেজে ভর্তি হয়ে সহিহ আকিদার ইসলামী সংগঠন নাও পেতে পারেন ৷ এ জন্য আপনারা দাওয়াতে তাবলিগে সময় লাগাতে হবে ৷ ইসলামের নামে ভ্রান্ত কোন দল যেন আপনাদের শিকার না করে সে বিষয়েও খেয়াল রাখতে হবে৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ, জৈন্তাপুর উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি ও ইউ/পি যুব জমিয়তের সভাপতি হাঃ জামাল উদ্দীন ৷ এ ছাড়া আরো বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত জৈন্তাপুরের সভাপতি হাঃ জয়নুল আবদিন ডালিম, সিনিয়র সহ সভাপতি হা:শাহীদ হাতিমী , মাওঃউবায়দুল্লাহ, মাওঃআলমগীর হুসাইন , হাঃআব্দুল আহাদ রাহীন, ফয়সল আহমদ সহ স্থানিয় নেতৃবৃন্দ ৷
আরো উপস্থিত ছিলেন যুব জমিয়ত জৈন্তাপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাও: মাসুম আল মাহদি,ছাত্র নেতা ফখরুল ইসলাম , সেলিম আহমদ, লুৎফুর রহমান প্রমুখ ৷