প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন বঙ্গবন্ধুর মাজারের কোলঘেষে অবস্থিত মালিখালী ইউনিয়নের সচেতন নাগরিকদের প্রাণপ্রিয় সংগঠন ” মালিখালী ইউনিয়ন উন্নয়ন ইউনিটির ধারাবাহিক কার্যক্রম যথাক্রমে, সদস্য পরচিতি সভা, সংগঠনের একমাত্র মুখপত্র “অনন্য ধারা”এর মোড়ক উন্মোচন, উন্নয়নমুখী আলোচনা, বাঁশবাড়ীয়া টু চাঁদকাঠি পাকা সড়ক নির্মানের দাবীতে মানব বন্ধন, সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটি বিলুপ্তি এবং নতুন আহবায়ক কমিটি গঠন অত্র ইউনিয়নের লড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসব মূখর পরিবেশে ২৮ জুন ২০১৭ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন সফল প্রধান শিক্ষক বাবু ভক্ত দাস বর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান মালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং মালিখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু, শিল্পপতি শ.ম. আতিয়ার রহমান, বিধু ভূষন সিকদার, অমূল্য কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা দীপ্যেন্দু রায়, নির্মল মজুমদার, সমাজ সচেতন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব সুভাষ মন্ডল, বিনয় কৃষ্ণ সিকদার, সন্তোষ মজুমদার, বিনয় কৃষ্ণ মোহান্ত, স্বপন কুমার বিশ্বাস, লোকমান হায়দার, মো: হাকিম শেখ, বিপদ ভঞ্জন নাগ, মহানন্দ মিস্ত্রী, অসীত মল্লিক প্রমুখ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সমাজ সচেতন সুধীবৃন্দ। মালিখালী ইউনিয়নের প্রধান সড়ক পাকা করন, শিক্ষার মানোন্নয়ন এমনকি মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতিকার বিষয়ে বিদগ্ধ বক্তারা বক্তব্য রাখেন।অনুষ্ঠানের প্রধান অংশ হিসেবে প্রায় এক সহস্র লোকের উপস্থিতিতে বাশবাড়ীয়া টু চাঁদকাঠি পাকা সড়কের দাবীতে বিশাল মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিশেষে ৫ বছর মেয়াদী অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটি বিলুপ্তি করত: নতুন আহবায়ক কমিটি নির্বাচন করা হয়। আহবায়ক হিসেবে শিল্পপতি শ. ম. আতিয়ার রহমান এবং সদস্য সচিব হিসেবে অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত কে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ, গ্রাম বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম।