এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ফলসী উত্তর পাড়া গ্রামের আলহাজ্ব রাজা মিয়ার মৎস্য খামারে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে আলহাজ্ব রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (লিটন) ও হাফিজুর রহমান জানান, ঈদের ছুটিটে ফাঁকা পেয়ে গত রাতে আমাদের মৎস্য ঘেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। আমরা খবর পেয়ে সকালে ঘেরে গিয়ে দেখি একে একে মরা মাছ পানিতে ভাসতেছে। পরে আমরা কোম্পানীর মৎস বিশেষজ্ঞ মো: ফারুক হোসেনকে খবর দিলে তিনি এসে পরীক্ষা করে তিনি বলেন অক্সিজেনের অভাবে এ মাছ মারা গেছে। এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মো মোস্তফা মোল্লা জানান, পূর্ব শত্রুতার জেরে মৃত জয়েনউদ্দিন শেখের ছেলে ওমর শেখ, মৃত বাবন শেখের ছেলে জুন্নু শেখ, মৃত ইমান উদ্দিন শেখের ছেলে রফিক শেখ, আব্দুল হাকিম মোল্লার ছেলে মনিরুল মোল্লা ও নুহু মোল্লা, মৃত কুটি মিয়ার ছেলে হাবিল শেখ এ ঘটনা ঘটাতে পারে বলে অনুমান করছি। এর পূর্বেও তারা এ ঘেরে মাছ চুরি করে পুলিশ কর্তৃক ধৃত হয়েছিল। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমি এস আই হাবি আব্দুল্লাকে পাঠাই তিনি তদন্ত করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।