হাফিজুল ইসলাম লস্কর :: অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলার ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের ১৭৪ নং গেজ ষ্টেশন সুত্রে জানা যায়।
বন্যার পানিতে তলিয়ে গেছে সড়কসহ বাজার এলাকা। ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী বাঘমারা, গয়াসি, পিটাইটিকর ছত্তিশ, সোনাপুর, ভেলকোনা, সুড়িকান্দি, সুলতান পুর,উজান গংগাপুর সাইলকান্দি,বাদে দেউলি,ধারণ গাজীপুর,যুধিষ্টিপুর,চান্দের বাধঁ,বারোহাল,কর্মদা,নিজামপুর নুরপুর সর্ধারকলোনি,নাথকলোনি,মুমিনপুর,পালবাড়ি,চানঁপুর,নারাইনপুর,নুয়াগাঁও,দনারাম,ইলাশপুর,কটালপুর,পাটানচক,খিলপাড়াসহ নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় এই এলাকার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানিতে তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ বাজার ফেরিঘাট সড়ক, উপজেলা-ফেঞ্চুগঞ্জে রেলষ্টেশন সড়কের একটি অংশ, ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোড মুক্তিযোদ্বা সংসদ,ডাকবাংলা ভবন, দেউলি ধারণ মীর্জাপুর চান্দের বাধ, নিজামপুর, পালবাড়ি-সারকারখানা সড়ক। ফেঞ্চুগঞ্জ মধ্যবাজারের সড়ক প্রায় আড়াই ফুট পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের ক্রেতা বিক্রেতারা দূর্ভোগ পোহাচ্ছেন।
বাজারের ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করে বলেন, কুশিয়ারার পানিতে পূর্ববাজার প্লাবিত হওয়ায় এ দিকে কাস্টমারদের আনাগোনা নেই।
বন্যা কবলিত গ্রামগুলোতে মানুষ অভাব অনটনের মধ্য দিয়ে দিনযাপন করছেন। জরুরী ভিত্তিতে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা দরকার। একাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যায় কিংবা পাহাড় ধসে যাতে কোন প্রাণহানি ঘটনা না ঘটে এ বাপারে স্থানীয় প্রশাসন তৎপর হতে হবে।