রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ সোমবার দূপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের লিফ গ্রেড ক্যাজুয়াল ওয়্যার লিঃ নামক পোষাক কারখানায় শ্রমিক দেখাদেয়। দু’নারী শ্রমিকের সাথে ম্যানেজার এ্যাডমিন ছিদ্দিকুল আলমের অশÍভন আচরণের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করে।
শ্রমিকরা জানায় ওই কারখানার ম্যানেজার এ্যাডমিন সিদ্দিকুল আলম দু’নারী শ্রমিকের সাথে অশুভন আচরণ করে। প্রতিবাদে ক্ষোব্ধ শ্রমিকরা সোমবার দূপুরে ওই ম্যানেজারের অপসারণের দাবীতে বিক্ষোভ করে। এসময় প্রায় দুই ঘন্টা কারখানার কাজ বন্ধ থাকে। খবর পেয়ে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ম্যানেজার এ্যাডমিন ছিদ্দিকুল আলম জানান শ্রমিকরা তার অপসারণের দাবীতে এবং পুর্ণাঙ্গ ঈদ বোনাসের দাবীতে বিক্ষোভ করে। কার খানার পরিচালক আঃ রাজ্জাক নারী শ্রমিকের সাথে ম্যানেজারের অশুভন আচরণের কথা অস্বীকার করে বলেন ঈদে পূর্ণাঙ্গ বোনাস দেয়া হয়নাই তাই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।
শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এস.আই) মনজুরুল ইসলাম জানান দূপুরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছিল কতৃপক্ষ শ্রমিকদের সাথে সমোজতা হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক আছে।