খুলনা-কলকাতা রুটে আগামী ৩রা আগস্ট থেকে মৈত্রী এক্সপ্রেস-২ ট্রেন চলাচল শুরু হচ্ছে। এজন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন (বৃহস্পতিবার) এ রুটে ট্রেন চলবে। পরে যাত্রীদের চাহিদার ভিত্তিতে একাধিক দিন ট্রেন চালানো হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা-কলকাতা ১৮০ কিলোমিটার রেলপথের সম্ভাব্য ভাড়া নির্ধারণ করা হয়েছে চেয়ারকোচ আট ডলার ও কেবিন ১০ ডলার। মৈত্রী-২-এর সব কোচই এসি। চারটি চেয়ারকোচ ও চারটি কেবিনের আসনসংখ্যা ৪১৮টি। বাকি দুটি কোচ বা বগিতে রয়েছে ক্যান্টিন ও পাওয়ার কার।
১০টি বগির মৈত্রী-২ ট্রেনটি বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেনাপোল সীমান্তে পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। ইঞ্জিন বদল ও আনুষঙ্গিক কাজ শেষে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টায়। ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টায় কলকাতা পৌঁছাবে। যাত্রীদের কাস্টমস-ইমিগ্রেশন সারা হবে ভারত সরকারের পক্ষ থেকে কলকাতায়। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাস্টমস-ইমিগ্রেশন কার্যক্রম হবে বেনাপোল সীমান্তে।