বলিউডে এ যাবৎ অনেক নায়িকার সঙ্গেই ঘনিষ্ট হতে দেখা গেছে ইমরান হাশমিকে। পর্দায় নায়িকাদের চুমু খাওয়া নিয়ে গল্পের শেষ নেই। যে কারণে প্রথম সারির অভিনেত্রীরা হাশমির সঙ্গে জুটিবেঁধে অভিনয় করতে চান না। তবে সিরিয়াল কিসার খ্যাত এই নায়কের সঙ্গে বাকি ছিল সানি লিওনের রোমান্স। সেটাও পূর্ণ হলো। খুব শিগগিরই দর্শক মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন ইমরান হাশমি ও সানি লিওন। মিলন লুথরিয়ার নতুন ছবি ‘বাদশাহো’-তে দেখা যাবে তাদের। তবে মূল চরিত্রের জুটি হয়ে নয়, ইমরান-সানি আসছেন ছবিটির একটি আইটেম গানে। এতে ইমরান হাশমি ছাড়াও ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন। ইমরান ও সানির রোমান্স স্বাভাবিকভাবেই আর পাঁচটা যৌনতার দৃশ্যের থেকে যে আলাদা হবে তার আঁচ পাওয়া গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ‘বাদশাহো’ ছবির ট্রেলারে। ইউটিউবে দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন ট্রেলারটি দেখতে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, এই আইটেম গানে সানির সঙ্গে কাজ করে রীতিমত আপ্লুত ইমরান। সানি লিওনির সঙ্গে মূল চরিত্রে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেও জানালেন ‘মার্ডার’ খ্যাত এই নায়ক। সবমিলিয়ে ইমরান হাশমি ও সানি লিওনের রসায়ন নিয়ে বলিউডে জোর আলোচনা চলছে। ‘বাদশাহো’ ছবির রিপোর্ট বক্স অফিসে কী হবে, তা সময়েই বলবে কিন্তু ইমরান-সানি জুটি যে ছবির মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছেন তা মেনে নিয়েছেন ছবির পরিচালক মিলন লুথরিয়া। আগামী ১লা সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বাদশাহো’।