আমি কার ?
———-কোহিনূর আক্তার,,
আমি কার ?
সেও বোধগম্য নয় ,আমার এই বোধহীন চিত্তে
আসা যাওয়া প্রশ্নের তাঁর ছেড়া কাঁটায় ।
আমি যখন কিশোরীর মনে যুবকের স্পর্শ ভাবি
তখন তো সেই সর্বদা আমার !
না ! সে ক্ষণিক মধু মোহনায় ভাসিয়েছি তরী মাত্র ।
তাহলে আমি তার! ঐ দুর ফোন কন্ঠ যে আমার বটগাছ হয়ে
অষ্টা সুখে মুড়িয়েছে ।
না ,সে উপহাস মাত্র ।
যার কাছে সঁপিলাম জীবন যৌবন ,
আমি বুঝি তারি,
না , তার কাছে আমি অনেক দায়িত্ব বহনকারী বিমান মাত্র ।
আমার আত্মা বিবেক দায়িত্বে পৃথিবীর কম্পিত চিৎকারে ,
কর্ণপাত প্রতি ধ্বনিত্বের দোলা ———
একে দিতে হবে, ওকে মানুষ করতে হবে,
নিজের ক্ষুধা লুকিয়ে রেখে ,
অন্যের ক্ষুধা পূর্ণ করতে হবে ।
তাহলে বলো আমি কার ?
সর্বস্তরে পর্ব গুলো ভাঙা দাড়িপাল্লায় মাপিয়ে পেলাম
আমি শুধু কষ্টের,
একা কান্নার ,
না পাওয়ার মলিন ঠোঁটে অভিনয়ের হাসি মাত্র ।
কি বুঝলে ? এ বার বলো কালিদাস ?
আমি একা সবসময় একা
আর একাই পথ চলা ।