সৌদিতে অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি

জাতীয়

saudi_50729_1498799305

 

 

 

 

বিদেশি অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করেছে সৌদি আরব। ২৫ জুন থেকে পবরর্তী এক মাস পর্যন্ত এ সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হয়েছে। খবর দ্যা আরব নিউজের।

বর্ধিত এই সময়ের মধ্যে অবৈধ বিদেশি শ্রমিকরা সৌদি আরব ছেড়ে গেলে তাদের কোনো জেল-জরিমানা করা হবে না। এর আগে গত ২৯ মার্চ পরবর্তী ৯০ দিনের জন্য ওই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল।

দেশটির পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল- ইয়াহিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নাইফের উদৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, রাষ্ট্রদূত, সৌদি শ্রম মন্ত্রণালয়, রিয়াদ ও জেদ্দা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে সৌদি বাদশা এ মেয়াদ বাড়িয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *