বর্ডার গার্ড বাংলাদেশ ২৬ ব্যাটালিয়ন গতকাল বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কাপ, পিতলের মূর্তি, তৈরি পোশাক, ওষুধ, চাবির রিং, মোবাইল ফোন সেট, প্রসাধন সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, ফেনসিডিল, চাপাতা, ইলেক্ট্রনিক্স মালামাল, জিরা, হার্ডওয়্যার সামগ্রী, প্লাস্টিকের পাটি ও খাদ্যদ্রব্য।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বেনাপোল, আইসিপি, কাশিপুর, শাহজাদপুর, গদখালী, জামতলা, কাশিপুর, শাহজাদপুর, নাভারণ, আমড়াখালি চেকপোস্ট প্রভৃতি স্থানে অভিযানগুলো চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ব্যাগ-বস্তা ফেলে পালিয়ে যায়।
উদ্ধার করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য শার্শা ও বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।