টেস্ট সিরিজে ইতিহাস আর রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার শুরু হচ্ছে ওয়ানডে লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই প্রশ্ন উঠছে- ওয়ানডে সিরিজ ৫-০ হবে তো? কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনই ৫-০ নিয়ে ভাবছেন না। চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম দুই ওয়ানডেতেই নজর তার।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়া মাশরাফি কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘টেস্টে অনেকেই ৩-০ প্রত্যাশা করেছিল কিন্তু শেষ না হওয়া পর্যন্ত বলা যায়নি। ভাল খেলেছে বলেই হয়েছে। সত্যি বলতে আমি এখনই ৫-০ এর চিন্তা করছি না। প্রথমে এখানে একটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। দুইটা ম্যাচ আছে। আমরা যদি এখানে ভাল করে যেতে পারি তাহলে ঢাকায় গিয়ে সিরিজ জিতে নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সিরিজ শুরুর আগে অনেক সাবধানী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। চলতি বছরের বাজে পারফরম্যান্স মাথায় রয়েছে তার। মাশরাফি বলেন, ‘এই বছর ওয়ানডেতে যেহেতু আমাদের ভাল সময় যায়নি, তাই অনেকে অনেক কিছু চিন্তা করতে পারে। আমরা কিছু ক্লোজ ম্যাচ হেরেছি। উদ্দেশ্য থাকবে ওই ম্যাচগুলো জেতার। আর একটি-দুটি করে এগিয়ে যাওয়াই ভাল। একটা ম্যাচ জিতলে অনেক কিছু খুলে যাবে। বোঝা যাবে তখন কি করতে হবে। ওদের সঙ্গে জেতা সম্ভব। আমি মনে করি প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।’
তবে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করায় আত্মবিশ্বাসের কমতি দেখছেন না নড়াইল এক্সপ্রেস, ‘টেস্ট সিরিজ আমরা খুব ভালভাবে জিতেছি। এটা অবশ্যই আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা ভাল খেলেছে তাদের জন্যে কাজটা অনেক সহজ হবে। কারণ তাদের আত্মবিশ্বাসের পর্যায়টা বেশ ভাল থাকবে। এটা পুরো দলের ওপর একটা ভাল প্রভাব ফেলবে। আমরা টেস্টে একটা ম্যাচও হারিনি। এটা অবশ্যই সাহায্য করবে। তো অবশ্যই এটা একটা ভাল সুযোগ বিশ্বকাপের আগে স্বরূপে ফেরার।’
অধিনায়কের দায়িত্ব পালন করা সব সময়ই চ্যালেঞ্জের মনে করেন মাশরাফি। বলেন, ‘অধিনায়কত্ব করা অবশ্যই একটা চ্যালেঞ্জ। তবে টেস্ট সিরিজ ভাল গেছে। এটা হয়তো সাহায্য করবে। কিন্তু তার মানে এই না যে আমরা পাঁচটি ম্যাচই টানা জিতে যাব। যেভাবে আমরা টেস্ট ম্যাচে ভাল খেলেছি এখানেও ভাল খেলতে হবে। ওয়ানডেতে পরিকল্পনায় অনেক পরিবর্তন আসবে।’ টেস্ট সিরিজ জিতে মুশফিক বলেছিলেন, ‘৩-০ করে দিয়ে গেলাম। আশা করি মাশরাফি ভাই এটা ধরে রাখবেন।’ এই কাজটা খুব কঠিন হবে বলে মনে করছেন না মাশরাফি, ‘আমার মনে হয় না আমার জন্য অনেকটা কঠিন হবে। আমরা এমন একটি দল যারা এখনো অনেক উন্নতি করছি। এখনো ধারাবাহিক পারফর্ম করতে পারি না। সাকিব, মুশফিক, তামিম আছে। রিয়াদ ভাল খেলছে এখন। তারপরও মনে হয় সবাই আমরা একই রকম। আর আমাদের সবার একই উদ্দেশ্য থাকে। সবাই চায় দল হিসেবে পারফর্ম করতে। কে অধিনায়ক সেটা বড় বিষয় না।’ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দুবাইতে টুর্নামেন্ট খেলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাচ খেলার বিকল্প কোন কিছুই নেই। অবশ্যই সাহায্য করবে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি। আর যদি সিদ্ধান্ত হয় অবশ্যই আমরা সেভাবে চিন্তাভাবনা করবো।’
এদিকে আজকের ম্যাচে শিশির একটি বিষয় হতে পারে বলে মনে করছেন মাশরাফি, ‘শিশির অবশ্যই একটা বিষয়। কারণ সাকিব, আরাফাত সানি ও জুবায়ের সত্যিকারের স্পিনার। তাদের অনেক সমস্যা হবে। সন্ধ্যায় অনেক শিশির পড়েছে। ঘটতে পারে এমন বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমাদের মূল কথা ওদের বিপক্ষে ভাল খেলতে হবে। সমস্যা হলেও পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস যে আমরা পারবো।’ তাই টসটাকে বড় করে দেখেছেন মাশরাফি। টস জিতলে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠানো হবে তা একপ্রকার বলেই রাখলেন বাংলাদেশ অধিনায়ক।-মানবজমিন