বৃটেনের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সর্ববৃহত ঈদের জামাত। গতকাল বার্মিংহ্যাম পার্কে লক্ষাধিক মুসলিম ঈদের নামাজ আদায় করতে সববেত হন। আয়োজকরা জানিয়েছেন, আনুমানিক ১ লাখ ৬ হাজার মুসলিম এবারের ঈদের জামাতে অংশ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা হাজির হন স্মল হেলথ পার্কে। যুক্তরাষ্ট্র থেকেও সপরিবারে অনেকে গিয়েছেন সেখানে। বৃটেনের অনলাইন মেট্রো বিশাল ওই জামাতের সচিত্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এবছর নিয়ে ৭ম বার এ আয়োজন করলো গ্রিন লেন মসজিদ ও কমিউনিটি সেন্টার। প্রথম আয়োজন করা হয়েছিল ২০১২ সালে। সেবার যোগ দিয়েছিল ১২ হাজার মুসলিম। প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে। এবারে তা এক লাখ ছাড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমরা হিউম্যান আপিল নামের আন্তর্জাতিক মানবাধিকার দাতব্য সংস্থার জন্য এক রাতে উত্তোলন করেছেন ৪ লাখ ৩৫ হাজার পাউন্ডের তহবিল। পুরো অর্থ যাবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনাথদের জন্য ‘সেভিং সিরিয়া প্রকল্পে’