গাজীপুর অফিস: ফ্লেআর নাম একটি সামাজিক সংগঠন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
আজ শনিবার গাজীপুর একাডেমিক কোচিং ক্যাম্পাস (মধ্যপাড়া) প্রাঙ্গনে ওই অনুষ্ঠান হয়।
ফ্লেআর গাজীপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- আক্তার হোসেনের (প্রতিষ্ঠাতা সভাপতি) বলিষ্ঠ নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি বছরের ন্যায় ফ্লেয়ার এবছরেও সুবিধাবঞ্চিতদের ঘরে ঈদ অানন্দ পৌছানোর উদ্যোগ সম্পন্ন করেছে।
নাইট গার্ড ২০ জন,বিধবা মহিলা ৪০ জন,রেল স্টেশনে বসবাসকারী বৃদ্ধ মহিলা পুরুষ ৬০ জন এবং #ফ্লেআর পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছে এমন ৩০ টি সুবিধাবঞ্চিত শিশু সহ মোট ১৫০ জনের মধ্যে ঈদ উপহার হিসাবে -পোলাউ চাল,লাচ্চা সেমাই,সাবান,দুধ,চিনির একটি উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন আক্তার হোসেন (সভাপতি), এস.আই শারিক সরকার(সাধারণ সম্পাদক) আলমগীর হোসেন (উপদেষ্টা), এড.মিলু (উপদেষ্টা), ইসমাইল হোসেন (সহ-সভাপতি),মোহাম্মদ কামরুজ্জামান (সহ-সভাপতি), রিপন খাঁন(দাতা সদস্য), শরিফ হোসাইন(দাতা সদস্য), সোহেল রানা (দাতা সদস্য),#ফ্লেআরের বন্ধু প্রতিম এড.আলমগীর সহ অনেকে ।