‘ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি’

Slider সারাদেশ

165505Benazir_kalerkantho_pic

 

 

 

 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাব ডিজি নিরাপত্তার স্বার্থে ঈদ জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানান।

বেনজীর আহমেদ আরো জানান, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। এ সময় পাশাপাশি প্রয়োজন না হলে খাবার পানিও না আনার পরামর্শ দেন তিনি।

জাতীয় ঈদগাহসহ ৪১০টি স্থানের ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। পাশাপাশি  শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *