স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর, তিন বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় অভিবাদন জানায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।