কাপাসিয়ায় এক মুরগীর বাচ্চার ৪পা

কৃষি, পরিবেশ ও প্রকৃতি

4 legs hen

উপজেলা করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কাপাসিয়া : স্বাভাবিকভাবে একটি মুরীর দুই পা থাকে। কিন্তু এবার লক্ষ্য করা গেলো ব্যাতিক্রমধর্মী এক খবর। সদ্য ফোটনো এক বাচ্চার ৪পা দেখা গেছে। এই নিয়ে এলাকায় হৈ হুল্লোর পড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে, গাজীপুর জেলার কাপাসিয়া থানার সোহাগপুর গ্রামে মো: হাবীবুর রহমান হাবিবের বাড়িতে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তাদের দেশী মুরগীটি ১৫ টি বাচ্চা ফোটায়। তার মধ্যে তিনি একটি বাচ্চার ৪ পা লক্ষ্য করেন । চার পাশে খবরটি ছড়িয়ে পড়ে । উৎসুক মানুষ এই ব্যতিক্রমী মুরগীটি দেখার জন্য ভীড় করছেন হাবিবের
বাড়িতে ।

হাবিব সাংবাদিকদের জানান, অনেকেই মুরগীর বাচ্চাটি কেনার কথা বলছেন, কিন্তু তিনি বিক্রি করতে নারাজ । তিনি যথা সাধ্য চেষ্টা করবেন বাচ্চাটিকে বাঁচিয়ে রাখার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *