আগামী বিশ্বকাপে বাংলাদেশ হবে প্রধান প্রতিদ্বন্দ্বী: সাঙ্গাকারা

Slider খেলা ফুলজান বিবির বাংলা

70209_Sangakara,

 

 

 

 

 

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে স্বপ্নযাত্রা শেষ হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এবার এশিয়ার প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাংলাদেশের টানা দারুণ নৈপুণ্যে মুগ্ধ শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

আইসিসি’র টানা দুই টুর্নামেন্টের নকআউটপর্বে খেলায় মুগ্ধ তিনি। আগামী ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বলে বিশ্বাস করেন সাঙ্গাকারা। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সাকিব-তামিম-মাশরাফিরা মাথা উঁচু করে দেশে ফিরবে বলে মনে করেন তিনি। আইসিসি’র এক কলামে কুমার সাঙ্গাকারা লেখেন, ‘এই ম্যাচে (ভারতের বিপক্ষে সেমিফাইনাল) বাংলাদেশ সব বিভাগে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজকে সামনে রেখে তারা মাথা উঁচু করেই ঢাকায় ফিরতে পারবে।’ কলামে তার দেশীয় কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা উল্লেখ করে সাঙ্গাকারা লেখেন, ‘গত কয়েক বছরে চন্ডিকা হাথুরুসিংহের বিচক্ষণ কোচিং সহায়তা, সহায়ক ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসানের মতো কোয়ালিটিসম্পন্ন খেলোয়াড় দ্বারা বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে।’ ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা প্রকাশ করে সাঙ্গাকারা লেখেন, ‘আইসিসি’র সর্বশেষ দুই ইভেন্টের নকআউট পর্বে উঠেছে বাংলাদেশ। এখন তারা সত্যিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার আশা নিয়ে ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিতে পারে। বাংলাদেশ তাদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বৃষ্টির কারণে বেঁচে যায়। কিন্তু এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে যে সাহসী মনোভাবতারা দেখায় তা ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের কথা মনে করিয়ে দেয়। ছোট দলও কখনো কখনো নায়কে পরিণত হতে পারে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির নৈপুণ্য নিয়ে বাংলাদেশের গর্ব অনুভব করা উচিত জানিয়ে সাঙ্গাকারা বলেন, ‘অর্জনের জন্য বাংলাদেশ গর্ব বোধ করতে পারে। তবে বিশ্বকাপের জন্য আবার ইংল্যান্ডের আসার আগে তাদের বোলিংয়ে আরও ভিন্নতা এবং একাগ্রতা তৈরি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *