পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮: নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে

Slider জাতীয়

69900_lead

 

 

 

 

চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জন হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব জিএম আবদুল কাদের বুধবার গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, পাহাড় ধসের ঘটনায় ১৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে ১০১ জন, চট্টগ্রামে ৩০ জন, বান্দরবানে ৭ এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে বুধবার সকালে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে আজ বুধবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে গতকাল মঙ্গলবার রাত আটটার সময় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় লোকজনও। রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান চলবে।

দুদিনের টানা বর্ষণের ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ এ ঘটনায় চার সেনাসদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের সঙ্গে তিন জেলার সড়ক যোগাযোগ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *