চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। তবে এখনো শেষ চার নিশ্চিত নয়। সেখানে উঠতে হলে এখন অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর সর্বশেষ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এতে দুই ম্যাচে দুই জয় নিয়ে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে হেরে সব আশা শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের। এখন ইংল্যান্ডের সঙ্গী হওয়ার লড়াইয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৩। আর দুই ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২। আজ তারা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এজবাস্টনের এই ম্যাচে অস্ট্রেলিয়া হারলেই সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গী হবে বাংলাদেশ। এমন কি ম্যাচটি বৃষ্টি বা অন্য কারণে পরিত্যক্ত হলেও বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করবে। কারণ, তখন বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে সমান- ৩। আর দুই দলের পয়েন্ট সমান হলে যে হিসাবে পরের রাউন্ডের দল নির্বাচন করা হয় সে হিসাবেও এগিয়ে বাংলাদেশ। প্রথমত, দুই দলের নীট রানরেট দেখা হবে। সেখানে দুই দলের সমান ০০.০০। এরপর আসে মুখোমুখি লড়াইয়ের হিসাব। সেখানে দুই দল সমান। কারণ, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর আসে গ্রুপপর্বে জয় ও হারের হিসাব। ওপরের দুই পর্যায়ে দুই দল সমান হলে এবার দেখা হয়- গ্রুপপর্বে কারা বেশি ম্যাচ জিতেছে। আর এই হিসেবে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে। কারণ, বাংলাদেশ এক হার, এক পরিত্যক্ত ও এক জয় দেখেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া আজ হারলে গ্রুপপর্বে তাদের কোনো জয় থাকবে না। সুতরাং ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ সেমিফাইনালে উঠবে। তবে সবচেয়ে নিরাপদ হলো- অস্ট্রেলিয়ার হার। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট সমর্থকদের আজ একটাই চাওয়া- ইংল্যান্ড জিতুক আর অস্ট্রেলিয়া হারুক।