“পলিথিন মোড়া রসগোল্লা”
———-খায়রুননেসা রিমি
কথা ছিল একদিন,
তোর গভীর সান্নিধ্যে রিক্সা চড়ার।
ঝুম বৃষ্টিতে শরীরের উষ্ণতায় শরীর ছোঁয়ার।
কথাতো কত কিছুই ছিল।
আমি তখন সুইট সিক্সটিন,
তোর আবেগ ঘন রোমান্স সংলাপের কিছুই বুঝিনি।
লজ্জায় লাল হয়েছি,রোমান্স জ্বরে কেঁপেছি।
তবুও কাছে আসতে পারিনি। সংস্কার আর জড়তা
আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল।
বৃষ্টি এলেই আমি নষ্টালজিক হয়ে পড়ি,
তোর স্মৃতিতে ডুবে যাই বারংবার,ঝাপসা চোখে
স্মৃতি হাতড়ে তোকেই খুঁজি।
এখন আমি অনেকটাই পরিণত,
তোর হৃদয়ের উষ্ণতা টের পাই,
তোর চোখের ভাষা বুঝি।আজ আমি একদম তোর মনের মত।
আজও আমি শৃংখলিত।হাত বাড়ালেই ছুঁয়ে দিতে
পারি তোর সবকিছু।
কিন্তু হাতটাইতো লোহার শেকল দিয়ে বাঁধা।
পলিথিনে পেঁচানো রসগোল্লার মতই স্বাদহীন।যা দূর থেকে
দেখেই চোখ জুড়াতে হয়।