চোরের মায়ের বড় গলা
——————
মু হ সী ন মু নী র
চোরের মায়ের বড় গলা
পড়েছি শুধু বইতে;
এখন দেখি সত্যি যে তা
পারিনা যে কইতে?
চুরি করে পার পেয়ে যায়;
দিব্যি তারা ঘুরে!
আড়ে ঠারে কয় যে কথা
সাধু লোকের সুরে?
তারাই এখন দেশের তরে
জীবন বাজি রাখে!
টাকার জোরে সব কালিমা
তারাই আবার ঢাকে?
সোনার দেশে সোনার মানুষ
যাচ্ছে ক্রমশ: কমে?
চোরাদেরও ভয় পায় কি
আজকালকার যমে!