আল্লামা শফীকে দেখতে হাসপাতালে ফখরুল

Slider ফুলজান বিবির বাংলা

69027_shofi

 

 

 

 

হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর সোয়া ১টার দিকে তিনি ধূপখোলার আজগর আলী হাসপাতালে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আহমেদ শফীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান। হাসপাতালটির কাস্টমার কেয়ার সার্ভিস কর্মকর্তা রাজিব আহমেদ জানান, হাসপাতালে অবস্থানকালে বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছে আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় দলের ভাইস চেয়ারম্যান মীর মো. নাসিরউদ্দিন তার সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা আলমগীর সাংবাদিকদের বলেন, আল্লামা শফী অত্যন্ত অসুস্থ। এই হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম। তিনি এখনও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সময় লাগবে। আমরা আশা করছি, তার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। হাসপাতালের চিকিৎসক এ আর এম নূরুজ্জামানের উদ্ধৃতি দিয়ে মাওলানা শফীর বড় ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, তিনি ( ফোজত আমির) ইউরিন ইনফেকশন, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও তিনি আশঙ্কামুক্ত নন। উল্লেখ্য, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ৯৫ বছর বয়সি আল্লামা আহমদ শফীকে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৬ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিয়ে আসা হয়। তিনি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *