বনানী ধর্ষণ মামলায় ৫ আসামির বিরুদ্ধে চার্জশিট

Slider নারী ও শিশু

69015_safat

 

 

 

 

 

ঢাকা: বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এতে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চাঞ্চল্যকর এ মামলার চার্জশিট দাখিল করেন।

গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ঘটনার প্রায় ৪০ দিন পর গত ৬ মে তারা বনানী থানায় মামলা করেন। মামলায় সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও বডিগার্ড রহমত আলী ওরফে আজাদকে আসামি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব আসামিকে গ্রেপ্তার করেছে। তারা পুলিশি হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *