২০১৫ বিশ্বকাপের আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) আয়োজিত একটি প্রস্তুতিমুলক টুর্নামেন্টে অংশ নিতে পারে বাংলাদেশ। আগামী জানুয়ারি মাসে দুবাইতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে দুই টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া চার সহযোগী সদস্য দেশ আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আইসিসি এ ধরনের একটি প্রস্তাব পাঠিয়েছে। আমরা পুর্ণাঙ্গ একটি দল পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছি। তবে এ জন্য বোর্ডের অনুমোদন লাগবে।
যেহেতু দুবাইর উইকেট অস্ট্রেলিয়ার মতো একই ধরনের হবে তাই টিম ম্যানেজমেন্ট সেখানে দল পাঠানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছে। নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আর কোন আন্তর্জাতিক সুচি নেই। ২৪ জানুয়ারী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে খেলোয়াড়রা ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুর্নামেন্টে অংশ নিতে পারে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও আগামী জানুয়ারি মাসে নিজ দেশে একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি এখনো তা অনুমোদন করেনি।