ঢাকা; শতাধিক আরোহী সহ নিখোঁজ মিয়ানমারের সামরিক বিমানটির সন্ধানে আন্দামান সাগরে অভিযান চালানো হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় শহর ইয়াঙ্গুন থেকে বিমানটি রওনা দিয়েছিল।
আজ বুধবার দুপুরে দেশটির দক্ষিণ উপকূলের শহর মাইয়েক থেকে রাজধানী ইয়াঙ্গুন রওনা হওয়ার কিছুক্ষণ পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে রয়টার্স। মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয়ের বরাতে আল জাজিরা জানায় , ‘স্থানীয় সময় ১টা ৩৫ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দাওয়েই শহর থেকে ২০ মাইল দূরে ছিল বিমানটির অবস্থান। চীনের নির্মিত ওয়াই-৮ বিমানটিতে যাত্রী ছিল ৯০ জন। এ যাত্রীরা মূলত সেনা পরিবারের সদস্য। ১৪ জন ছিলেন ক্রু।