রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সারা দেশে আশ্রয়ন প্রকল্প বাসীদের প্রধান মন্ত্রীর নির্দেশনায় কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে। সরকার ছিন্নমূল মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহন করেছে। বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে কেওয়া চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন কালে ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ একথা বলেন।
তিনি আরো বলেন বর্তমান সরকার দেশে শতশত আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রাম গড়ার প্রকল্প নিয়েছে । এ প্রকল্পের আওতায় প্রায় দু’লাখ পরিবার কে পূর্নবাসন করা হবে। একই সাথে পুরাতন প্রকল্প গুলোকেও উন্নয়ন করা হবে। আশ্রয়ন বাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সহায়তা দেয়া হবে। তারা সহায়তা নিয়ে আতœকর্ম সংস্থান সৃষ্টি করবে। নিজেদেরকে সমাজে মর্যার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে। সমাজের অবহেলিত জনগোষ্ঠি কর্মবীরে পরিনত হবে।
আশ্রয়ন প্রকল্প বাসীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুরেরজেলা প্রশাসক ড. দেওয়ান মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, উপজেলা চেয়ার ম্যান আরহাজ্ব আঃ ঝলিল বি.এ,ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, পৌর কাওন্সিলর মোঃ হাবিবুল্লা, অনুষ্ঠা সঞ্চলানা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা। সভা শেষে আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি ক্লিনিক উদ্ভোধন করেন এবং গাছের চারা রোপন করেন। বিভাগীয় কমিমনার পুরো আশ্রয়ন প্রকল্প গুরে দেখেন প্রকল্প বাসীদের সমস্যার কথা শুনে দ্রুত তম সময়ের মধ্যে সমাধানের আস্বাস প্রদান করেন।