মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্যপাড়া গ্রামে উমা দেবী হত্যা মামলায় পাঁচ আসামীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির তিন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- মোঃ ইছহাক ভুইয়া, ঈমান আলী ফকির, বাচ্চু মিয়া, সহিদুল ইসলাম ও নান্নু মিয়া। এদের মধ্যে ইমান আলী ও নান্নু মিয়া পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ আগষ্ট রাত দুইটার দিকে সিংগাইরের মধ্যপাড়া গ্রামে উমা দেবীর বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। এসময় ডাকাতরা মালামাল লুট করার সময় বাধা দিলে ডাকাতরা উমা দেবীকে খুন করে পালিয়ে যায়। ঘটনার পরদিন উমা দেবী ছেলে স্থানীয় সাংবাদিক (ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি) মানবেন্দ্র চক্রবর্তী বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তিন আসামীকে আটক করলেও অপর দুইজন পলাতক থাকে। পুলিশ ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।