সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অরল্যান্ডোতে ফিয়াম্মা ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মী গুলি করে পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা করেন। সম্ভবত কোনো কারণে নিজের সাবেক কর্মস্থল নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।
স্থানীয় অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় সূত্র বলছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শেলি অ্যাডামস নামে এক নারী হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ঘটনাটি তিনি তাঁর বোনের কাছ থেকে শুনেছেন। তাঁর বোন ফিয়াম্মাতে কাজ করেন। তাঁর বোন শৌচাগারে ছিলেন, সেখান থেকে একটি শব্দ শুনে বের হয়ে আসেন। এসে দেখেন একজন মাটিতে পড়ে আছে। তিনি বলেন, ‘আমি দেখেছি, আমার বস মারা গেছে।’