আসামি পক্ষের আইনজীবী জহির রায়হান ও মহিউদ্দীন চৌধুরী জানান, চার্জ গঠনের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হল। বর্তমানে সব আসামি জামিনে আছেন। চার্জ গঠনের সময় যে আসামিরা উপস্থিত ছিলেন, তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
২০১২ সালের ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী পল্টনের নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে যেতে গিয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর হাবিব উন নবী খান সোহেলসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে া; অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মীর শরাফত আলী শফু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ।