২২শে মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে মার্কিন পপতারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলার ঘটনা ঘটে। তাতে নিহত হন অন্তত ২২ জন। আহত হয়েছেন অনেকেই। এ ঘটনার পর আরিয়ানা কথা দিয়েছিলেন ম্যানচেস্টারে আবারো আসবেন। গাইবেন সেসব নিহত-আহতদের সম্মানে। এ কনসার্ট থেকে যে অর্থ পাওয়া যাবে তা ব্যয় করা হবে বোমা হামলায় শিকার হওয়া সেসব মানুষের জন্য। সে অনুযায়ী কথা রেখেছেনও আরিয়ানা। রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়িয়েছেন আরিয়ানা। ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ শীর্ষক কনসার্টে তিন ঘণ্টারও বেশি সময় মঞ্চে অবস্থান করেছেন তিনি। ‘ওভার দ্য রেইনবৌ’র কাভার গানটি গাইতে গিয়ে একপর্যায়ে কেঁদেই ফেললেন আরিয়ানা। শুধু তাই নয়, খুব আবেগভরা কণ্ঠে আরিয়ানা সবার উদ্দেশ্যে বলেন, ম্যানচেস্টারÑ আমি তোমাকে খুব ভালোবাসি। এই কনসার্টে শুধু তিনিই নন। আরিয়ানার সঙ্গে পারফর্ম করেছেন কেটি পেরি, জাস্টিন বিবার, কোল্ডপ্লে, টেক দ্যাট ও মাইলি সাইরাস। প্রত্যেকেই তাদের জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন কনসার্টে উপস্থিত হওয়া হাজারো দর্শককে। এর আগে শুক্রবার ম্যানচেস্টারে পৌঁছান আরিয়ানা। এসেই প্রথমে দেখা করেন বোমা হামলায় আহতদের সঙ্গে। প্রিয় শিল্পীকে কাছে পেয়ে আনন্দে মন ভরে যায় তাদের।