চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হয়ে গোলের সেঞ্চুরি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর টুর্নামেন্ট শেষ করলেন ১০৫ গোল করে।
যার ফলে এবারের সর্বোচ্চ গোলদাতা ও তার চির প্রতিদ্বন্দ্বী লিও মেসিকেও ছাপিয়ে গেলেন সিআর সেভেন।
মেসি এবার চ্যাম্পিয়ন্স লিগে ১১টি গোল করেছিলেন। রোনালদো করলেন ১২টি গোল। তার সৌজন্যেই রিয়াল মাদ্রিদ ফাইনালে ৪-১ হারাল জুভেন্টাসকে। জয়ের পরও চমক অব্যাহত পর্তুগিজ এই মহাতারকার। রিয়ালকে এক ডজন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর নতুন রূপে আর্বিভূত হলেন এই ফুটবল তারকা।
শনিবারের ফাইনালের পর চুলের স্টাইল বদলে ফেলেন তিনি। মাথা প্রায় কামিয়ে ফেলেছেন তিনি। ফাইনালের আগে রিয়ালে তার আরও দুই সতীর্থ কাসেমিরো ও কেলর নাভাস এ’রকম ভাবে চুল কেটেছিলেন। তবে রোনালদোর স্টাইল তাদের থেকে একটু হলেও আলাদা। তিনি বোঝালেন শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তিনিই স্টাইল আইকন।