ঢাকা: যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৫০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার রাত ৮টায় এ সংক্রান্ত একটি ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি। খবর টাইম ম্যাগাজিনের।
ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে নতুন অভিবাসী আইনের ঘোষণার কথা জানান ওবামা। দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের বিরোধিতা সত্ত্বেও ওবামা এ ঘোষণা দিতে যাচ্ছেন।
ভিডিও’র বক্তব্যে কংগ্রেসের প্রতি আনুগত্য বজায় রেখেই প্রেসিডেন্টের নিজস্ব ক্ষমতাবলে অভিবাসী আইনের ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করেছেন ওবামা। এর আগে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের ব্যাপারে বিদ্যমান আইন সংস্কারের অঙ্গীকার করেছিলেন তিনি।
তবে কংগ্রেসকে পাশ কাটিয়ে এ ধরনের সিদ্ধান্তের ঘোষণা ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে উল্লেখ করেছে রিপাবলিকান শিবির।
এনবিসি টেলিভিশন ও ওয়াল স্ট্রিট জার্নালের করা এক জরিপে দেখা গেছে, ওবামার এ একতরফা উদ্যোগের বিরোধিতা করেছেন ৪৮ শতাংশ আমেরিকান। অপরদিকে ৩৮ শতাংশ আমেরিকান তার পক্ষে রয়েছেন।
ওবামার এ আইনে সবচেয়ে বেশি সুবিধা পাবে মেক্সিকো থেকে আসা অভিবাসীরা। এ ছাড়া এর ফলে প্রায় সাড়ে চার লাখ ভারতীয় যুক্তরাষ্ট্রে বৈধতা পাবে। নতুন আইন কার্যকর হলে বৈধতা পাবে দেশটিতে অবস্থানরত অনেক বাংলাদেশীও।