সিলেট প্রতিনিধি :: সিলেটে ধর্ষিত এক শিশুকে বিচার পাইয়ে দেয়ার আশ্বাসে আটকে রেখে আবারো ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত লন্ডন প্রবাসী সারোয়ারের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
৪ জুন রোববার সকালে ৫ দিনের রিমান্ড আবেদন জানালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ইসরাত জাহান এ রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল জানান, শিশু ধর্ষণের ঘটনায় বিয়ানীবাজার থানায় দায়ের করা মামলায় আসামি সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে ৩০মে আবেদন জানানো হয়। আদালত আজ শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কানাইঘাটের এক ধর্ষিত শিশুকে বিচারের নামে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গত ২০ মে বিয়ানীবাজারের দেউলগ্রাম থেকে প্রবাসী সারোয়ারকে আটক করে র্যাব। পরদিন রাতে বিয়ানীবাজার থানায় মামলা করে শিশুটির বাবা।
গত ২২ মে আসামি সারোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আদালত শিশুটির জবানবন্দী রেকর্ড করে। ওইদিনই আসামি সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন কর বিয়ানীবাজার থানা পুলিশ। তবে অজ্ঞাত কারণে ওই রিমান্ড আবেদনটি ৩০মে আদালতে পৌঁছায়।
.