শনিবার গভীর রাতে (বাংলাদেশি সময়) টেমস নদীর উপরে লন্ডন ব্রিজের উপরে নাশকতায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহতও হয়েছেন অনেকে। তিনজন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। লন্ডন শহরেই আরও দুই স্থানে ঘটেছে নাশকতার ঘটনা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই।
এই হামলার পর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে কিভাবে টেবিলের তলায় আশ্রয় নিচ্ছে। সেই স্থানে পুলিশ উপস্থিত থাকলেও প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘটনাটি একটি রেস্তোরাঁর ভেতরের ছবি বলে জানা গিয়েছে। তবে এই ভিডিওটি সম্পর্কে বিশেষ আর কিছু এখনও জানা যায়নি।