ঢাকা : সাত খুনের বিচার নিয়ে কেউ ষড়যন্ত্র চাইবে না বলে মন্তব্য করেছেনসংবিধান প্রণেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে ৭ খুনের বিষয়ে কোনো আইনজীবীর মধ্যে মতপার্থক্য ছিল না। আইনজীবীরা ঐক্যবদ্ধ, এটা প্রমাণ করে ওই ঘটনার আন্দোলনে।ওই বিচার নিয়ে ষড়যন্ত্র হোক এমনটা কেউ চাইবে না।’
তিনি আরো বলেন, ‘সারা দেশের ৪০ হাজার আইনজীবী সংবিধান সমুন্নত, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে কোনো মতপার্থক্য থাকতে পারে না। মৌলিক অধিকার নিয়ে কেউ বিভক্ত নয়। এ সব বিষয়ে ৪০ হাজার আইনজীবীরই একই মত।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক ঐতিহ্য রয়েছে। এখান থেকে অনেক আন্দোলনের নেতৃত্বে এসেছে। দেশের সম্পদ সুরক্ষা, জানমালের নিরাপত্তা, নির্বাচনের নিরপেক্ষতা, প্রশাসনের নিরপেক্ষতা, পুলিশের নিরপেক্ষতা প্রভৃতি আন্দোলনের সূচনা হয়েছে এখান থেকে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ মহাসমাবেশ প্রয়োজন। সব স্থানে সবাই খারাপ, এটা ঢালাওভাবে বলা যাবে না।’