লন্ডনে সন্ত্রাসী হামলায় ছয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আগামী বৃহস্পতিবার ব্রিটেনে সংসদীয় নির্বাচন হওয়ার কথা। হামলার জেরে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, এ হামলার জন্য নির্বাচন বাতিল করা ঠিক হবে না। তিনি নির্বাচনের পক্ষে।
সাদিক খান আরও বলেন, সন্ত্রাসীরা নির্বাচন পছন্দ করে না। তারা গণতন্ত্রকে ঘৃণা করে। আমি নির্বাচন বাতিলের বিপক্ষে। আমার গণতন্ত্রে বিশ্বাস আছে। এ হামলার ঘটনায় আতঙ্কগ্রস্থ হওয়া যাবে না। বৃহস্পতিবার ভোট দেয়ার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আমরা গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল।
গতকাল শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তিন সন্দেহভাজন হামলাকারী। সাদিক খান বলেন, লন্ডনে এখন পুলিশের উপস্থিতি বাড়বে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে শান্ত ও সাহসী হতে হবে।