বোমার গুজবে জুভেন্টাসের ৬০০ অনুরাগী পদপিষ্ট

Slider খেলা

132759juv

 

 

 

 

শনিবার চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাসের ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু বোমাতঙ্কের কারণে পিয়াজা সান কার্লোতে লাইভ ম্যাচ দেখতে গিয়ে আহত হলেন প্রায় জুভেন্টাসের ৬০০ অনুরাগী।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে সান কার্লো পিয়াজা চত্বরে বাজি ফাটানো হচ্ছিল। সেই সময় সেখানে বোমা রাখা আছে বলে গুজব ছড়ায়। তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ চিৎকার জুড়ে দেন। পিয়াজা সান কার্লোস স্কোয়্যার থেকে বেরনোর জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। বেরনোর পথে ধাক্কাধাক্কিতে কাঁচের দেওয়াল ভেঙে নীচে পড়ে যান কয়েক জন। পদপিষ্ট হন শতাধিক মানুষ। বিপদ আঁচ পেয়ে সান কার্লোস স্কোয়্যার খালি করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু তাড়াহুড়োতে দর্শকের ফেলে যাওয়া জুতো, জলের বোতল ছাড়া কিছুই মেলেনি।

তুরিনের স্থানীয় পুলিস কর্মকর্তা রেনাতো সাকোনে জানিয়েছেন, ‘বোমাতঙ্কের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে সামান্য বাজি থেকে বোমার গুজব ছড়াল কীভাবে তা জানতে তদন্ত শুরু হয়েছে। ’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *