যশোরের অভয়নগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধারের পরে তা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মোখলেসুর রহমান নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পাঁচ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অভয়নগর উপজলো মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, অভয়নগর থানার উপ-পরর্দিশক (এসআই) মিলন কুমার মণ্ডল ও নাজির শুব্রত রায়সহ পুলশি সদস্যরা উপস্থিত ছিলেন।