সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জমকাল অনুষ্ঠান করল হিউম্যান এইড বাংলাদেশ

নারী ও শিশু

0869459_0ঢাকা: সার্বজনীন শিশু দিবস আজ। ১৯৮৯ সালে যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিশ্বের ১৯১টি দেশে একযোগে ২০ নবেম্বর সার্বজনীন শিশু দিবস হিসেবে পালন করা হয়।
সার্বজনীন বিশ্ব শিশু দিবস-২০১৪ উদযাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকার কল্যাণপুরে অনুশীলন সংসদ মাঠে হিউম্যান এইড বাংলাদেশ একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। “শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটিতে নানা কর্মসুচি পালন করে হিউম্যান এইড বাংলাদেশ।
দু’শর বেশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দুপুর ২টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শেষ করে হিউম্যান এইড বাংলাদেশ।
এসময় চকলেট দৌড়, ২০০ মিটার দৌড় সহ বালিশ খেলা অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি কল্যাণপুর বস্তিতে অবস্থিত হিউম্যান এইড প্রতিষ্ঠিত স্কুল ‘টোনা টুনির পাঠশালা’র ছাত্রছাত্রীরা নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জমকাল অনুষ্ঠান করল হিউম্যান এইড বাংলাদেশ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পুরোটা সময় শিশু সহ আগত সকল অতিথিবৃন্দ, ভলেন্টিয়ারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সারাদিন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নেচে গেয়ে আনন্দ আর উল্লাসে সকলে অনুষ্ঠানের পুরটা সময় জুড়ে অনুশীলন সংসদ মাঠকে মাতিয়ে রাখে।
অনুষ্ঠান শেষে হিউম্যান এইড বাংলাদেশ এর ফাউন্ডার প্রেসিডেন্ট ডাঃ শেখ মইনুল বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কমকে জানান, “শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন”, হিউম্যান এইড বাংলাদেশ এই থিম নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি অনেক সুন্দর ভাবে শেষ করায় সকলকে শুভেচ্ছাও জানান তিনি।
এসময় তিনি বলেন, হিউম্যান এইড বাংলাদেশ শুধু মাত্র শিশুদের নিয়ে কাজ করে এমনটি নয়। আমরা বাবা দিবস, মা দিবস, কন্যা দিবস, স্বাস্থ্য দিবস, নারী দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস, শ্রমিক দিবস সহ বিভিন্ন দিবসে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এই রকম অনুষ্ঠান করে থাকি। এর ধারাবাহিকতায় বজায় রেখে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের প্রথম সিটিজেন জার্নালিজমভিত্তিক শীর্ষ মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম, ইংরেজী দৈনিক ডেইলি সান, ঢাকাএফএম৯০.৪ ও অনলাইন রেডিও ইডক্টররেডিওডটকম।সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জমকাল অনুষ্ঠান করল হিউম্যান এইড বাংলাদেশ

অনুষ্ঠান পরিচালনায় যারা সহযোগিতা করেন, মাইদুল হাসান রানা, জাহিদুল আলম পাটোয়ারি, শাহ ইমরান শেখ,রানী, সজল, শান্তা, বুলবুলি, আসিমা, তৃষা, সোহেল রানা, জাবের, অরণ্য, প্রিন্স, শিমুল, শামীম, মোশারফ, নাঈম, মাহবুব, সুমন জয়দার, সুমন, ইব্রাহীম, রুবেল, শারমীন,রায়হান, রাসেল মোল্লা, শাহীন, শাহেদ, পিয়াস, ডাঃ তান্নি, ডাঃ সাদিয়া, ডাঃ শুভ, ইমন মজুমদার, পাবেল সারোয়ার, সুমাইয়া জাফরিন, মোস্তফা কামাল, রাজীব, হানিফ, আলামিন, রুনা, তমা, মাহফুজা, মুক্তা, রবি, রুপা,সাবিকুন্নাহার, জান্নাত চৌধুরী, আরিফ, অরপি, মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *